১৯৭০ সনে প্রতিষ্ঠার পর থেকে চরমান্দালিয়া ইউনিয়নের এক মাত্র উচ্চ বিদ্যালয়টি এ অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলা এবং উপজেলার শেষ প্রান্তে অবস্থিত এ বিদ্যালটিতে আরো একাডেমির ভবণ নির্মান প্রয়োজন । মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত ডিজিটাল দেশে এ প্রতিষ্ঠান শেখ রাসেল ডিজিটাল ল্যাব নেই। নেই পরিপূর্ন সীমানা প্রাচীর। বৃষ্টির পানি নিষ্কাষনের কোন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে মাঠে পানি জমে থাকে এবং ভাঙ্গনের কলবে পড়তে নব নির্মিত কমনরুম ঝুকিতে রয়েছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
মো: আসাদুজ্জামান | 01914557058 |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ৩৮০ জন
পরীক্ষার নাম | পরীক্ষার সন | পাশের হার | পরীক্ষরা নাম | পরীক্ষার সন | পাশের হার |
জে.এস.সি | ২০২২ | শতভাগত | এস. এস.সি | ২০২২ | ৭৭% |
জে.এস.সি
|
২০২১ | শতভাগ | এস. এস.সি
|
২০২১ | ৮৫% |
জে.এস.সি
|
২০২০ | শতভাগ | এস. এস.সি
|
২০২০ | ৮৭% |
জে.এস.সি
|
২০১৯ | ৮৮% | এস. এস.সি
|
২০১৯ | ৮৩% |
জে.এস.সি
|
২০১৮ | ৮৪% | এস. এস.সি
|
২০১৮ | ৭৮% |
|
|
|
|
|
|
মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল হতে ঘোষিত শিক্ষাবৃত্তি প্রায় শতভাগ শিক্ষার্থীদেরকে অন্তভূক্ত করা হয় । শিক্ষােক্ষত্রে ইতিবাচক ভূমিকা পরিলক্ষিত হচ্ছে এবং ঝড়ে পরা শিক্ষার্থীর হার কমে গেছে।
প্রতিষ্টার পর থেকে এস,এস,সি ও জে,এস,সি প্রতিটি পরীক্ষায় সফলতার স্বাক্ষর রেখে চলেছে। এ প্রতিষ্টানের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রতিষ্টানে ০১ টি শিক্ষর্থীদের আবাসিক হোস্টেল স্থাপন করা এবং ০১টি শিক্ষক হোস্টেল নির্মান করে, আবাসিক শিক্ষার ব্যবস্থাকরণের মাধ্যম শিক্ষার মানের সার্বিক উন্নয়ন সাধন করা।
চালাকচর কটিয়াদী ডিসি রোডের পার্শে মাস্টার বাড়ী বাজারের পূর্ব দিকে বিদ্যালয়টি অবস্থিত।
এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যে শিক্ষা ক্যাডারে স্বাস্থ্য ক্যাডারে অনেকেই কর্মরত রয়েছেন । তাছাড়া আইনজীবী এবং পেশাজীবী ক্ষেত্রে ও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস